Breaking News >> News >> Daily Nayadiganta


জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু


Link [2022-02-13 21:43:15]



ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপান থেকে আসা সেই দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ওই দুই শিশুকে জিম্মায় নিতে তাদের পিতার করা পারিবারিক আদালতের মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ সময়ে তাদের জাপানি মা ডা: নাকানো এরিকোর কাছে থাকবে। এর আগে ইমরান শরীফ শিশুদের নিজের কাছে রাখাকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় বাতিল করে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে বাবা সুবিধাজনক সময়ে শিশুদের সাথে দেখা করতে পারবেন। এই সময়ে শিশুদের নিয়ে দেশের বাইরে যাওয়া যাবে না।গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করে এ আদেশ দেন। আদালতে শিশুদের মায়ের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করীম। সাথে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। বাবার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল, আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও অনীক আর হক। গত ২১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন। রায়ে আদালত বলেন, এ রিটটি চলমান থাকবে। দুই মেয়ে তাদের বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে। মা দেখা-সাক্ষাৎ এবং একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। যেহেতু মা জাপানি নাগরিক এবং সেখানে বসবাস ও কর্মরত আছেন এ কারণে তিনি তার সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে শিশুদের সাথে প্রতিবার কমপক্ষে ১০ দিন সময় কাটাতে পারবেন। এ ক্ষেত্রে বছরে তিনবার বাংলাদেশে যাওয়া-আসাসহ ১০ দিন অবস্থানের সব ধরনের খরচ ইমরান শরীফকে বহন করতে হবে। এর বাইরে যাওয়া-আসার খরচ দরখাস্তকারী (মা) বহন করবেন। ছুটির দিনে অন্তত দুইবার শিশুদের সাথে ভিডিও কলে মাকে কথা বলিয়ে দেবেন ইমরান শরীফ। গত কয়েক মাসে বাংলাদেশে অবস্থান ও যাতায়াত খরচ বাবদ আগামী সাত দিনের পাঁচ নম্বর বিবাদি দরখাস্তকারীকে ১০ লাখ টাকা দেবেন। অন্য দিকে জাপানে থাকা ছোট মেয়ে হেনাকে হাইকোর্টে হাজির করানোর নির্দেশনা চেয়ে বাবা ইমরান শরীফের করা রিট খারিজ করে দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে ডা: এরিকো নাকানো আপিল বিভাগে আবেদন করেন। আবেদনের শুনানিকালে আপিল বিভাগ দুই শিশুকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। তবে বাবা ইমরান শরীফকে সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে শিশুদের সাথে দেখা করার সুযোগ দেয়া হয়। অতঃপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের করা আপিলের শুনানি শেষে রোববার রায়ের দিলেন দেশের সর্বোচ্চ আদালত।



Most Read

2024-09-20 20:35:33