Breaking News >> News >> Daily Nayadiganta


পানি পানির মতো সস্তা নেই


Link [2022-02-13 18:07:19]



পানিই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। পানি ছাড়া জীবন ও সভ্যতা অচল। পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি। সাদামাটাভাবে পানির অফুরন্ত উৎস নিয়েই পৃথিবী সৃষ্টি হয়েছে। নিরাপদ পানির সুষ্ঠু ব্যবহারের অভাবে প্রকৃতি তার বৈশিষ্ট্য হারাচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নিরাপদ পানির অভাব জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যে দেশের মানুষ পানিতে হাবুডুবু খায়, ডুবে মারা যায়, বন্যায় ভাসে, সে দেশে পানির সরবরাহ কিংবা পানি কিনে খাওয়ার কথা উঠেছে। পানি কিনে খেতে হবে,পানির অভাবে ভুগতে হবে এমন ভাবনা আগে কেউ ভাবেনি। দুনিয়াজুড়ে পরিবেশ দূষণের সাথে পাল্লøা দিয়ে পানিদূষণের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে, পানির অভাব তীব্র হয়ে উঠছে। এ সমস্যা নিরসনের জন্য পানি ব্যবস্থাপনা জরুরি। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত স্বাদু পানির সহজলভ্যতার পরিমাণ অর্ধেকে নেমে এসেছে, সুপেয় পানির ঘাটতি দেখা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে এই পানির চাহিদা, সরবরাহের তুলনায় ৪০ শতাংশ বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই সুপেয় পানি হয়ে উঠবে দুর্লভ।



Most Read

2024-09-20 20:42:36