Breaking News >> News >> Daily Nayadiganta


নবায়নযোগ্য জ্বালানিতে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ


Link [2022-02-12 22:07:19]



বাংলাদেশে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্ভাবত্য নিরীক্ষার জন্য আন্তর্জাতিক পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি এজেন্সির (আইআরইএনএ) কাছে কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আবুধাবিতে আইআরইএনএর মহাপরিচালক ফ্রান্সিসকো ক্যামিরার সাথে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে মোট ব্যবহার্য জ্বালানির ৪০ শতাংশ ‘ক্লিন এনার্জি’-তে রূপান্তর করতে চায়। আর এ জন্য গ্লাসগোতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে।ড. মোমেন বলেন, বাংলাদেশ উদ্ভাবনমূলক ও সাশ্রয়ী পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দেবে। এ জন্য আইআরইএনএর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ আইআরইএনএর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সংস্থার কর্মকাণ্ডে পূর্ণভাবে অংশ নিচ্ছে।স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আগামী মার্চে ঢাকা আসার জন্য ফ্রান্সিসকো ক্যামিরাকে আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।



Most Read

2024-09-20 20:31:36