Breaking News >> News >> Daily Nayadiganta


নেত্রকোনায় কলেজ ছাত্রকে অপহরণ ১২ ঘণ্টা পর উদ্ধার


Link [2022-02-10 22:55:14]



নেত্রকোনার সীমান্ত এলাকায় কবির হোসেন (২১) নামে এক কলেজছাত্রকে অপহরণের ১২ ঘণ্টা পর অভিযান চালিয়ে উদ্ধার করেছে নেত্রকোনা ডিবি পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে কলমাকান্দার সীমান্ত এলাকার নির্জন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সি এই তথ্য তুলে ধরেন। অপহৃত ওই ছাত্র পৌর এলাকার পারলার রুস্তম আলীর ছেলে। সে নেত্রকোনা সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।সংবাদ সম্মেলনে বলা হয়, কবির হোসেন নামে ওই ছাত্র গত বুধবার সকাল ১০টার দিকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে কলমাকান্দার সীমান্ত এলাকার স্বাধীন ইসলাম নামে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। পাঁচগাঁও নামার পর পাঁচজন যুবক তাকে অপহরণ করে পাহাড়ের এক নির্জন বাড়িতে নিয়ে যায়। তার সাথে থাকা মোবাইল ফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। সেই মোবাইলে তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে জানানোর পর ডিবির একটি দল কলমাকান্দায় উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যামে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে তাদের দুই হাজার টাকা পাঠায়। বাকি টাকা হাতে হাতে দেয়ার কথা বলে রাত ১০টার দিকে সীমান্তের বরুয়াকোনা ভারত সীমান্তের গোনাপাড়ায় তাদের ডাকা হয়। অপহরণকারীরা অবস্থা বেগতিক দেখে কবিরকে রেখে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।



Most Read

2024-09-20 20:45:13