Breaking News >> News >> Daily Nayadiganta


আরিফুল হকের এমফিল ডিগ্রি অর্জন


Link [2022-02-10 22:55:14]



আরিফুল হক এনামী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রি লাভ করেছেন। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল ‘নারী ও পুরুষের ইবাদতে বিধানগত পার্থক্য : একটি তুলনামূলক পর্যালোচনা।’ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু বকর মো: জাকারিয়া মজুমদার। আরিফুল হক এনামী বর্তমানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসায় আরবি প্রভাষক পদে কর্মরত। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের বদন মাঝির বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাবিদ মাস্টার এনামুল হকের বড় ছেলে। তিনি আরবি উর্দু ও বাংলা ভাষায় প্রায় ১৪টি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন। সম্প্রতি তার লিখিত ‘কুরআন হাদিসের আলোকে প্রিয় ও অপ্রিয়’ বইটি পাঠকের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। ভবিষ্যতে তিনি আরো উচ্চতর গবেষণাকর্ম সম্পাদনাপূর্বক ইসলাম, দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে সবার দোয়া কামনা করেন।



Most Read

2024-09-20 20:29:31