Breaking News >> News >> Daily Nayadiganta


মাওলানা সালাহউদ্দিন ও জাফরুল্লাহর ইন্তেকালে মিরসরাই পীরের শোক


Link [2022-02-10 22:55:14]



বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মো: সালাহউদ্দিন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও সম্মিলিত ওলামা মাশায়েখের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিরসরাই দরবার শরিফের পীর শাহ সুফী আলহাজ মাওলানা আব্দুল মোমেন নাছেরী।গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা আব্দুল মোমেন নাছেরী বলেন, মরহুম মাওলানা সালাহউদ্দিন দেশে হাজার হাজার আলেমের শিক্ষক ও সুশিক্ষিত আলেমেদ্বীন। দ্বীনের একজন সিপাহসালার। দেশে মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও ইসলামী শিক্ষা বিস্তারে তার বিরাট ভূমিকা রয়েছে। তিনি মাদরাসা আলিয়াতে দীর্ঘদিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গাউছুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন। আমি তার একজন ছাত্র। মহান আল্লাহ তার খেদমতকে কবুল করেন এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি মিরসরাই পীর এ দেশে ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা জাফরুল্লাহ খানের রূহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ যেন তার খেদমতকে কবুল করেন এবং তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-20 20:26:56