Breaking News >> News >> Daily Nayadiganta


সেনাবাহিনী প্রধানের সাথে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


Link [2022-02-08 23:19:36]



দক্ষিণ সুদানের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে ৭ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ছয় দিনের রাষ্ট্রীয় সফরে গত ৭ ফেব্রুয়ারি ঢাকায় আগমন করেন। সফররত প্রতিনিধিদলটি গতকাল মঙ্গলবার সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সব প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান তার স্বাগত বক্তব্য রাখেন। সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দক্ষিণ সুদানের প্রতিনিধিদলটি তাদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সচিবগণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।



Most Read

2024-09-20 20:27:45