Breaking News >> News >> Daily Nayadiganta


নয়াপল্টনে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ


Link [2022-02-06 22:32:04]



নয়া পল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত রূপনগর থানা ছাত্রদলের কর্মী সম্মেলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া এ বিষয়ে সাংবাদিকদের জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু মানুষ জড়ো হয়ে অতর্কিতে দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালিয়েছে। ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ সতর্ক অবস্থান নেয়। অন্য দিকে কার্যালয়ে আশ্রয় নেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিনউদ্দিন রাজু, যুগ্ম সম্পাদক তবিবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক আরিফুল হক আরিফ, যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, এজিএস ইজাজ শাহ, মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, উত্তর ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য তরিকুল ইসলাম তারিক, জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি আবদুল জলিল আমিনুল, ঢাকা কলেজের সদস্যসচিব মামুনুর রহমান, ঢাকা কলেজের সাবেক সহসভাপতি মো: মাসুদ, তিতুমীর কলেজের আহ্বায়ক প্রার্থী মাসুদ রানা রিয়াজ প্রমুখ।মজনু আটক : বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ গত রাতে জানান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর রফিকুল আলম মজনুসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। আব্দুস সালাম আজাদ অভিযোগ করে বলেন, শুধু মজনুসহ ২০-২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেই ক্ষান্ত হয়নি, পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মহানগর কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।



Most Read

2024-09-20 22:39:10