Breaking News >> News >> Daily Nayadiganta


রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আরো এক রুশ নাগরিকের মৃত্যু


Link [2022-02-06 22:32:04]



ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৮ দিনে রহস্যজনক কারণে পাঁচ রুশ নাগরিকের মৃত্যু হলো। আশঙ্কাজনকহারে বিদেশী নাগরিকের মৃত্যুর ঘটনায় ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ গত সপ্তাহে উপজেলার ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। সে সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে কাউকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিশেষ করে বিদেশীদের কাছে ওষুধ বিক্রি না করার অনুরোধ করেন। এরপর আরো তিনজনের মৃত্যু হলো।পুলিশ জানায়, গতকাল ভোরোটনিকভ আলেকজান্দ্রা (৫৫) নামের রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘নিকিম’ নামে একটি প্রতিষ্ঠানে কমর্রত ছিলেন। তিনি রূপপুর ‘গ্রিনসিটি’ আবাসিক প্রকল্পের একটি কক্ষে থাকতেন। রোববার দুপুরের দিকে তাকে তার ফ্ল্যাটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সহকর্মী। এ সম্পর্কে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্পের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে ঈশ্বরদী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে চুকিন পাভেল (৪৮) এবং তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯) নামে দুই রুশ নাগরিক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবর এবং সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসের সাথে যোগাযোগ করার জন্য কল করা হলেও তা রিসিভ হয়নি।



Most Read

2024-09-20 22:40:04