Breaking News >> News >> Daily Nayadiganta


আফগানিস্তান দখলে ওয়ার অন টেরর ছিল ‘বাহানা’


Link [2022-02-06 18:55:34]



সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী তথা পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তান দখল করেছিল। দীর্ঘ দু’টি দশক নিষ্ফল এক যুদ্ধে লাখ লাখ মানুষের জীবন এবং ট্রিলিয়ন ডলার ব্যয় করে পরাজয় বরণ করে রাতের আঁধারে পালিয়ে এসেছে। পশ্চিমা শক্তি সত্যিকারার্থে ‘সন্ত্রাস’কে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়েছিল। এ ধরনের আক্রমণের অজুহাত অনেক আগেই প্রমাণিত হয়েছে বুশ-বেয়ারের ইরাক দখলের মাধ্যমে। আসলে শীতলযুদ্ধের অবসানের পর ‘সমাজতন্ত্র’ নামের শত্রু বিলীন হলে মার্কিনিরা ‘সন্ত্রাস’কেই তাদের শত্রু হিসেবে খুঁজে পায়। ‘সন্ত্রাস’ দমনের নামে আর্থিক ও ভূরাজনৈতিক স্বার্থ অর্জনের লক্ষ্যে কাক্সিক্ষত দেশে আক্রমণের নীতি গ্রহণ করে। এমনই একটি উদ্দেশ্যে মার্কিনিরা তাদের পশ্চিমা মিত্রদের নিয়ে বিশ বছর আগে আফগানিস্তান দখল করেছিল। ‘৯/১১’ আক্রমণের ঘটনা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এক অপরাধ ছিল। কিন্তু সেই সন্ত্রাসী আক্রমণের সাথে আফগান সরকার বা কোনো আফগানের সংশ্লিষ্টতা ছিল না। শুধু লাদেনের অবস্থানের প্রেক্ষিত পুঁজি করেই মার্কিনিরা সেদিন আফগানিস্তান আক্রমণ করে দখল করেছিল।



Most Read

2024-09-20 22:29:56