Breaking News >> News >> Daily Nayadiganta


প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক


Link [2022-02-06 17:43:42]



সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বিশ্বের পরাশক্তিগুলোর নতুন আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। পরাশক্তিগুলো ভূরাজনৈতিক স্বার্থে আধিপত্য বিস্তার ও স্বার্থ রক্ষায় এশিয়ার বিভিন্ন দেশের সাথে কৌশলগত পারস্পরিক সম্পর্ক সৃষ্টিতে প্রতিযোগিতা শুরু করেছে। এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতি নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখার জন্য নানা ছক ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। অন্য দিকে সুপার পাওয়ার আমেরিকা তাদের বর্তমান প্রধান প্রতিদ্ব›দ্বী চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উত্থান ও সামরিক আধিপত্য ঠেকাতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ও কোয়াড গঠনে মনোনিবেশ করেছে। আমেরিকা চীনের আধিপত্যকে ঠেকাতে এক দিকে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে ভিয়েতনাম, ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরীয় জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ এশিয়াকে সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছে। অতিমারীকালে আমরা দেখেছি পরাশক্তিগুলোর ভ্যাকসিন কূটনীতি। আমেরিকা, ভারত ও চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অনুদান হিসেবে লাখ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করেছে।



Most Read

2024-09-20 22:28:23