Breaking News >> News >> Daily Nayadiganta


রাজশাহী অঞ্চলে আজ মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা


Link [2022-02-06 00:31:56]



আবারো বেড়েছে শীত। তবে গতকাল দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আজ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার রাতে সারা দেশে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। এই অবস্থা অবশ্য বেশি সময় থাকবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাপমাত্রা উপরের দিকে উঠতে শুরু করবে অর্থাৎ ঠাণ্ডা কমে গিয়ে পরিবেশ উষ্ণ হতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরো বাড়তে পারে। আজ রোববার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।আজ রাজধানী সারা দিনই রৌদ্র করোজ্জ্বল ছিল। সে কারণে দিনের বেলায় তাপমাত্রা বেশ সহনীয় ছিল। অনেকটা আরামবোধ করেছেন মানুষ। গত শুক্রবার রাতের পর রাজধানীতে বৃষ্টি হয়নি। রাজধানী ছাড়া দেশের অন্যত্র কিছুটা বৃষ্টিপাত হয়েছে। তবে গত ৩৬ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে অনেক শহরের রাস্তা তলিয়ে গেছে পানিতে।গত শুক্রবার সন্ধ্যা ৬টার পর গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া বিভাগ গোপালগঞ্জে সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে। এ ছাড়া গতকাল শনিবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ২৭.৮ কুতুবদিয়ায়। গতকাল ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ও ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।



Most Read

2024-09-20 22:40:51