Breaking News >> News >> Daily Nayadiganta


দেশের উন্নয়ন রুখতেই বিএনপির লবিস্ট নিয়োগ : যুবলীগ চেয়ারম্যান


Link [2022-02-06 00:31:56]



যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে, দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতেই দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে। এর আগে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। আমি মনে করি, বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল। গতকাল শনিবার লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল।যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র উপহার নিয়ে এসেছি। শেখ হাসিনার আওয়ামী যুবলীগ গণমানুষের সংগঠন। আপনারা যদি আজ থেকে ১৫ বছর আগের শহরের চিত্রে ফিরে যান তাহলে নিশ্চয় মনে পড়বে, কত সমস্যার মধ্যে আপনারা ছিলেন। তখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, কোনো অধিকার ছিল না। আর এখন আপনাদের সেবা করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করি রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো: জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপদফতর সম্পাদক মো: দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।



Most Read

2024-09-20 22:35:01