Breaking News >> News >> Daily Nayadiganta


চট্টগ্রাম জিপিওতে গ্রাহকের ৩০ কোটি টাকা আত্মসাৎ


Link [2022-02-04 23:43:25]



২০২০ সালে শনাক্ত হওয়া ৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) আরো দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে বরখাস্ত হলেন ৪ জন। গেল সপ্তাহের শেষের দিকে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং ২২ জনকে বদলি ও পদায়ন করা হয়। সর্বশেষ বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী পোস্ট মাস্টার টিআই সাইফুল ইসলাম, সহকারী পোস্ট মাস্টার নিপুল তাপস বড়ুয়া। এর আগে ২০২০ সালে ওই ঘটনায় সহকারী পোস্ট মাস্টার নুর মোহাম্মদ ও সরোয়ার আলমকে আটক করা হয়। পরে তাদের বরখাস্ত করে জিপিও কর্তৃপক্ষ। জিপিও পোস্ট মাস্টার জেনারেল ড. নিজাম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, ২০২০ সালে জিপিওতে আমানত থাকা গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। কিছু কর্মকর্তারা জিপিওতে নামে-বেনামে হিসাব খুলে গত পাঁচ বছরে গ্রাহকের কাছ থেকে এসব টাকা আত্মসাৎ করে। ২০২০ সালের ২৪ নভেম্বর জালজালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম জিপিওর ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে জিপিও চট্টগ্রামের মো: রফিকুল ইসলাম, শামীম, ওয়াহিদুল আলম, মশহুদা বেগম, আহমেদ নুর ও তসলিমা বেগম নার্গিসের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনার পর জিপিও কর্তৃপক্ষ তদন্তে নেমে সহকারী পোস্ট মাস্টার টিআই সাইফুল ইসলাম ও সহকারী পোস্ট মাস্টার নিপুল তাপস বড়ুয়ার সংশ্লিষ্টতা পায়। ফলে তাদেরকে বরখাস্ত করা হয়।



Most Read

2024-09-20 22:29:51