Breaking News >> News >> Daily Nayadiganta


ফুল শাখাতে দিসনে আজি দোল


Link [2022-02-04 16:55:45]



পত্রিকার পাতায় খবরটিতে চোখ পড়তেই আঁতকে উঠলাম। এ-ও কি সম্ভব? যে মেয়েটি সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে অত্যন্ত বৈরী পরিবেশে মেয়েদের শিক্ষার জন্য প্রতিবাদী কণ্ঠে সোচ্চার হয়ে সারা পৃথিবীর প্রশংসা কুড়িয়েছে এবং ইতিহাসে সর্বকালের সর্বকনিষ্ঠ হিসেবে ২০১৪ সালে শান্তির জন্য নোবেল জয় করেছে সেই পাকিস্তানি ‘মালালা ইউসুফজাই’কে গৃহকর্মী হিসেবে নিলামের নোটিশ! নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। কারণ এ মেয়েটি তো যেন তেন মেয়ে নয়, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত উপত্যকার পিছিয়ে পড়া অঞ্চলের অধিবাসী হয়েও মাত্র ১১-১২ বছর বয়সে তালেবান কর্তৃক মেয়েদের স্কুলে যাওয়া বন্ধের বিরুদ্ধে বন্ধুদের নিয়ে প্রতিবাদ করতে গিয়ে এবং বিবিসির জন্য ব্লগ লেখার অপরাধে গুলিবিদ্ধ হয়। প্রথমে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ও পরে ব্রিটেনে নিয়ে চিকিৎসা করার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বেঁচে আসা এক অনন্য মালালা।



Most Read

2024-09-20 22:32:03