Breaking News >> News >> Daily Nayadiganta


মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ


Link [2022-02-03 22:55:34]



মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সাথে গত মঙ্গলবার সকালে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠকে রাষ্ট্রপতি সোলিহ তার মেয়াদে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল হাসানের অবদানের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মানবসম্পদ উন্নয়ন, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় চলমান করোনাভাইরাস মহামারী চলাকালীন মালদ্বীপে কর্মরত এবং বসবাসরত বাংলাদেশী নাগরিকদের বিভিন্ন দেয়া সহায়তার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশ হাইকমিশনার। তিনি বাংলাদেশের জনগণকে এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ২,০১৬০০ ডোজ টিকা অনুদানের জন্য মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালদ্বীপের রাষ্ট্রপতি সোলিহ এবং রাষ্ট্রদূত উভয় দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চপর্যায়ের সফল সফরের কথাও স্মরণ করেন। উল্লেখ মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে ১৯৭৪ সালের ২২ সেপ্টেম্বর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।



Most Read

2024-09-20 22:37:00