Breaking News >> News >> Daily Nayadiganta


পেকুয়ায় অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার দেশীয় অস্ত্রসহ আটক ৩


Link [2022-02-03 22:55:34]



কক্সবাজারের পেকুয়ায় গহিন জঙ্গলে অবৈধ অস্ত্র তৈরির কারখানার পেয়েছে র্যাব। ওই কারখানায় অভিযান চালিয়ে আটটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে র্যাব। আটককৃতরা হলো উপজেলার টৈটং ইউনিয়নের ঝুমপাড়া এলাকার আবদুল হামিদের ভাই আবদুল গফুর, বাদশা ও নাপিতখালী এলাকার আমিরুল।গত বুধবার রাতে পেকুয়ার টৈটংয়ের ঝুমপাড়া এলাকায় অভিযান চালানো হয় বলে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান।তিনি জানান, ‘উপকূলের শীর্ষ জলদস্যু পেকুয়ার কবির আটক হওয়ার পর তার কাছ থেকে জানা যায়, টৈটংয়ের পাহাড়ি এলাকা ঝুমপাড়ায় ডাকাত আবদুল হামিদের নেতৃত্বে একটি অস্ত্র কারখানা রয়েছে। যেখানে অস্ত্র তৈরি ও বেচাকেনা হয়। এ কারখানায় তৈরি অস্ত্র চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয়।দুই দিন অভিযান চালিয়ে তিনজনকে আটক ও অস্ত্র উদ্ধার করতে পারলেও আবদুল হামিদ পালিয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম র্যাব-৭-এর একটি টিম পেকুয়ায় এই অভিযান শুরু করে। গত ২ ফেব্রুয়ারি রাতে অভিযান শেষ করে। আটক তিনজনের মধ্যে ডাকাত আমিরুল একজন দক্ষ অস্ত্র তৈরির কারিগর। ওই এলাকায় ১১টি পাহাড়ে অভিযান চালানো হয়। এর মধ্যে দু’টি পাহাড়ে এই বাহিনীর আস্তানা পাওয়া যায়।লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনীর সর্দার কবির আহমদ ও তার ১৪ সহযোগীকে আটক করে র্যাব-৭-এর একটি টিম। দুর্গম এ এলাকাটি চট্টগ্রাম কক্সবাজারের সীমান্ত এলাকায় অবস্থিত।



Most Read

2024-09-20 22:28:38