Breaking News >> News >> Daily Nayadiganta


লঞ্চে আগুনের মামলায় মালিকের জামিন


Link [2022-02-03 22:55:34]



বরগুনাগামী ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান-১০ এর মালিক মো: হাম জালাল শেখকে গতকাল বৃহস্পতিবার জামিন দিয়েছে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালত। জামিন হওয়া মো: হাম জালাল শেখ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। আদালত সূত্রে জানা যায়, লঞ্চ অভিযান-১০ ঢাকা থেকে গত ২৩ ডিসেম্বর বরগুনার উদ্দেশ্যে ছেড়ে এসে রাত ৩টায় ঝালকাঠি সুগন্ধা নদীতে হঠাৎ ভয়াবহ আগুনে পুড়ে গেছে। এতে এ পর্যন্ত ৫০ জন যাত্রী মারা যায়। এ ছাড়াও ৭২ জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। অনেক যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় জনস্বার্থে বরগুনার স্থানীয় আওয়ামী লীগের চেয়ারম্যান ও অ্যাডভোকেট মো: নাজমুল ইসলাম নাসির বাদি হয়ে বরগুনা চিফ জুডিসিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬ ডিসেম্বর লঞ্চের মালিক মো: হাম জালাল শেখসহ ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ঢাকার সূত্রাপুর থানায় দাখিলকৃত একটি মামলায় লঞ্চ মালিককে গত ২৭ ডিসেম্বর গ্রেফতার করে। সে অনুযায়ী বরগুনা থানার তদন্তকারী অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: শহিদুল ইসলাম বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে লঞ্চ মালিককে ৪ জানুয়ারি শ্যোন অ্যারেস্ট (দৃশ্যগত) : গ্রেফতার দেখানোর আবেদন করে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম ওই দিন মালিককে দৃশ্যত শ্যোন অ্যারেস্ট দেখায়। আসামির পক্ষে গত ১ জানুয়ারিতে জামিনের আবেদন করলে গতকাল শুনানির দিন ছিল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।



Most Read

2024-09-20 22:26:37