Breaking News >> News >> Daily Nayadiganta


গণপরিবহনে ভাড়া নৈরাজ্য


Link [2022-02-03 18:07:22]



ভাড়া নির্ধারণের দুই মাস অতিবাহিত হয়ে গেলেও গণপরিবহনের ভাড়া নৈরাজ্য বন্ধ হয়নি। বিআরটিএ নির্ধারিত চার্টের নিয়ম অনুসারে ভাড়া আদায় করার কথা। কিন্তু বাসের হেলপার-কন্ডাকটররা ওয়েবিল পদ্ধতিতে ভাড়া আদায় করতে গিয়ে বাস থেকে যাত্রী ফেলে দিতেও কুণ্ঠাবোধ করছেন না। তাদের দুর্ব্যবহার ও অমানবিক আচরণে যাত্রীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ওয়েবিল পদ্ধতির নামে যাত্রীদের হেনস্তা করা হচ্ছে। কিলোমিটার-প্রতি ভাড়া নেয়ার কথা থাকলেও ওয়েবিলের দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে।



Most Read

2024-09-20 22:20:16