Breaking News >> News >> Daily Nayadiganta


পশ্চিমবঙ্গে হঠাৎ মরিচঝাঁপি নিয়ে বিজেপির রাজনীতি কেন?


Link [2022-02-03 15:43:14]



ভারতের পশ্চিমবঙ্গে বাম সরকার ১৯৭৭ সালে ক্ষমতায় আসার পর ‘বাংলাদেশ থেকে যাওয়া’ উদ্বাস্তুরা আশা করেছিলেন, তাদের দ্রুত পুনর্বাসন হবে। দণ্ডকারণ্যে বসবাসকারী দেশছাড়া মানুষদের একাংশ সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে চলে আসেন। এই এলাকা সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সরকার উদ্বাস্তুদের এলাকা খালি করে দিতে বলে। কিন্তু তারা মাটি কামড়ে পড়ে থাকায় শুরু হয় সংঘাত। অভিযোগ, অভিযানে পুলিশের গুলিতে বহু মানুষ নিহত হয় মরিচঝাঁপিতে। অনেক উদ্বাস্তু জনতাকে গ্রেফতার করা হয়।



Most Read

2024-09-21 00:43:24