Breaking News >> News >> Daily Nayadiganta


আলিয়া মাদরাসায় অধিদফতর প্রতিষ্ঠা থেকে বিরত থাকুন: চরমোনাই পীর


Link [2022-02-03 00:31:26]



ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অবকাঠামো ভেঙে কোনো অধিদফতর প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার ছাত্রাবাসসহ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পরিবর্তে প্রতিষ্ঠানের ভেতর মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদফতর স্থাপন করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। ঢাকার ২৫০ বছরের ইতিহাস ঐতিহ্য রক্ষায় সরকারি মাদরাসা-ই-আলিয়ার উত্তরোত্তর উন্নয়ন না করে এর অবকাঠামো ভেঙে মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদফতর স্থাপন করার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। চরমোনাই পীর আরো বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ করলেও সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা বরাবরই রয়েছে অবহেলিত ও বঞ্চিত। বিজ্ঞপ্তি। বর্তমানে মাদরাসার ৪ একর জমিতে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রাচীন এ বিদ্যাপীঠের আবাসিক হল এবং ক্যাম্পাস মিলে নাম মাত্র দুটো ভবন ছাড়া পুরো মাঠ ও জমি দখলের পাঁয়তারা চলছে। মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের জন্য ভবন আলাদা ও স্বতন্ত্র কোনো স্থানে হতে পারে। সরকারি মাদরাসা-ই-আলিয়ার মতো স্বতন্ত্র প্রতিষ্ঠানের ছাত্রাবাসের প্রাচীরের ভেতর প্রস্তাবিত ভবন নির্মাণের পরিকল্পনা শুধু অমানবিকই নয়, অনৈতিক ও ঐতিহ্যবাহী ধর্মীয় উচ্চশিক্ষার এ বিদ্যাপিঠকে অবজ্ঞা, অবহেলা ও তিলে তিলে ধ্বংসের দিক ঠেলে দেয়ার নামান্তর। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-21 00:49:46