Breaking News >> News >> Daily Nayadiganta


প্রদীপের বিচারও সম্ভব হলো


Link [2022-02-02 18:31:19]



বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। এ কারণে সাধারণ মানুষ পদে পদে অধিকার হারা, অসহায়, বঞ্চিত। বিশেষ করে বিচার প্রশাসনের অবস্থা লেজেগোবরে। রাষ্ট্রে বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধের হোতারাই আবার সমাজে বুক চিতিয়ে চলেন। তাদের ব্যাপারে আইন আদালত ‘মিঁউ মিঁউ’ করে। অন্য দিকে একই প্রশাসনকে অত্যন্ত শক্তিশালী দেখা যায় জনসাধারণের প্রান্তিক গোষ্ঠীর ওপর। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আবার শক্তি প্রয়োগের বাড়তি মাত্রা দেখা যায়।



Most Read

2024-09-21 00:36:31