Breaking News >> News >> Daily Nayadiganta


পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি সংশোধনে কমিটি


Link [2022-02-01 22:55:26]



মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পাঠ্যবইয়ে নানা ধরনের ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ লক্ষ্যে কমিটিও গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পাঠ্যবইয়ের ভুল সংশোধনে বৈঠক করেছে রিভিউ কমিটি। বিষয়টি জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো: মশিউজ্জামান। তিনি বলেন, ভুল সংশোধনে বৈঠকে করেছে রিভিউ কমিটি। আগামী চার পাঁচ দিন এই কমিটি পাঠ্যবইয়ের ভুল সংশোধনের জন্য কাজ করবেন। এদিকে এনসিটিবি সূত্র জানায় পাঠ্যবইয়ে নানা ভুল থাকলেও তা সংশোধন করা হবে তবে এখনি এই বই পাল্টানো হচ্ছে না। রিভিউ কমিটি ভুল চিহ্নিত করতে পারলে যে যে পৃষ্ঠায় ভুল আছে তা সংশোধন করে সে কপি ছাপিয়ে স্কুলগুলোতে পাঠিয়ে দেয়া হবে।



Most Read

2024-09-21 00:40:19