Breaking News >> News >> Daily Nayadiganta


বাংলাদেশ কৌশলগত সঙ্কট কিভাবে পার হবে?


Link [2022-02-01 18:07:23]



বাংলাদেশ এক চরম কৌশলগত সঙ্কট সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। ‘কারো সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব’- এ কিতাবি পররাষ্ট্র কৌশল এখন আর কাজ করছে না। বড় শক্তিগুলোর বৈশ্বিক স্বার্থগত দ্বন্দ্ব-সঙ্ঘাত এমন এক পর্যায়ে উন্নীত হয়েছে যেসব পক্ষের সাথে ন্যূনতম ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষাও আর সম্ভব হচ্ছে না। বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে তৃতীয় বিশ্বের সব দেশের জন্য এ সঙ্কট সাধারণ বিষয় হিসেবে হাজির হয়েছে, তবে ভূ-কৌশলগত অবস্থান বিবেচনায় গুরুত্বপূর্ণ দেশগুলোর জন্য সমস্যা অধিকতর জটিল আকার নিয়েছে। বাংলাদেশ এমনিতে বঙ্গোপসাগরীয় বদ্বীপ অঞ্চলের এমন এক অবস্থানে রয়েছে যার তিন দিকে ভারত ও মিয়ানমার আর ১০০ কিলোমিটারের কাছাকাছি দূরত্বে চীনের সীমানা। এই অবস্থানের সাথে পার্বত্য চট্টগ্রাম ও সন্নিহিত ভারত-মিয়ানমারের অঞ্চল নিয়ে আন্তর্জাতিকভাবে ক্ষমতাধর একটি পক্ষের বাফার স্টেট করার স্বপ্ন বিষয়টিকে জটিল করে তুলেছে।



Most Read

2024-09-21 00:33:11