Breaking News >> News >> Daily Nayadiganta


জামালপুরে দ্রুত কমছে কৃষিজমি


Link [2022-02-01 18:07:23]



ইটভাটা ও আবাসন ব্যবসায়ীদের আগ্রাসনে জামালপুরে কৃষি জমি কমে যাচ্ছে। তিন ফসলি কৃষি জমি ধ্বংস এবং পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট করে একের পর এক গড়ে তোলা হচ্ছে ইটভাটা, হাউজিং প্রকল্প, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান। জমি ব্যবহার করা হচ্ছে অকৃষিজ নানা কাজে। কৃষকের আয়ের উৎস কৃষি জমি সঙ্কুচিত হয়ে যাচ্ছে। ইটভাটা ও ভূমি ব্যবসায়ীরা জমি অধিগ্রহণ করে স্থাপনা গড়ে তুলেছে কৃষি জমির ওপরই। বাদ যায়নি খাল বিল পুকুর নদীনালাও। সেখানে শোভা পাচ্ছে বড় বড় অট্টালিকা, পাকা, আধাপাকা ভবন, দোকানপাট ও নানা রকমারি ব্যবসায় প্রতিষ্ঠান। এভাবে প্রতি বছর বিপুল পরিমাণে কৃষি জমি চলে যাচ্ছে অকৃষি খাতে।



Most Read

2024-09-21 00:44:33