Breaking News >> News >> Daily Nayadiganta


লুটপাট করতেই গ্যাসের মূল্য বাড়ানোর চক্রান্ত : গণফোরাম


Link [2022-01-31 22:55:29]



গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে গণফোরাম। সংগঠনের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গতকাল এক বিবৃতিতে বলেন, গ্যাসের দাম দ্বিগুণ করার পাঁয়তারায় লুটেরারা ব্যস্ত। দেশটাকে লুটপাট করে জনগণের অসহনীয় দুর্ভোগ-অশান্তি সৃষ্টি করা এদের প্রধান কাজ। এখন এক চুলার জন্য প্রতি মাসে ৯২৫ টাকার বদলে ২০০০ টাকা পরিবহনে সিএনজির ইউনিট প্রতি ৩৫ টাকার বদলে ৭৬ টাকা শিল্পে প্রতি ইউনিটে ১০ টাকার বদলে ২৩ টাকা মূল্য নির্ধারণ করার অপচেষ্টায় লিপ্ত সরকার, যা দেশের সাধারণ নাগরিকদের জীবন মানের জন্য অমানবিক।তারা বলেন, জনগণের উপর ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মাধ্যমে অত্যাচারের স্টিমরোলার চালানোর পরিকল্পনা করার দুঃসাহস দেখাচ্ছে। এগুলো কার স্বার্থে? কার অবৈধ থলে ভর্তি করতে এই পরিকল্পনা হাতে নিয়েছে? এ সরকারের জনগণকে নিষ্পেষিত করার অযৌক্তিক পরিকল্পনা দেশবাসী মানবে না। অবৈধভাবে নিশি ভোটে ক্ষমতা দখল করা সরকারের যে একগুঁয়েমি চরিত্র তার সবগুলোই প্রকাশ করেছে ক্ষমতাসীন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। পাশাপাশি সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস উঠিয়েছে। আমরা গণফোরাম বিশ্বাস করি, একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া জনজীবনের এসব দুর্গতির সমাধান সম্ভব নয় এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐকমত্যের সরকারের বিকল্প নেই।



Most Read

2024-09-21 00:47:59