Breaking News >> News >> Daily Nayadiganta


ভোট হার কমের জন্য শীতকে দুষলেন ইসি সচিব


Link [2022-01-31 22:55:29]



সারা দেশে শীতের মাত্রা বেশি হওয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পড়ার হার কম বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতি ছিল। এতে ভোট কম পড়েছে। ৫৫ শতাংশের মতো ভোট পড়েছে।ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষে গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান ও যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।ইসি সচিব বলেন, মাঠপর্যায়ের যে তথ্য পেয়েছি, তাতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। ব্যালট পেপারে ভোট বেশি পড়লেও ইভিএমে কম পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা নির্বাচনের আগে মক ভোট নেই। প্রত্যাশা থাকে ভোটাররা আসবেন। কিন্তু তারা অনেকে আসেন না। আমাদের সম্মানিত মা, বাবা যারা থাকেন, তারা ভোট দিতে এলে বোঝাতে সময় লেগে যায়। ফলে বাইরে দীর্ঘ লাইন হয়। এই কারণে অনেক মা হয়তো ভোট না দিয়েই ফেরত চলে যান।ভোটাররা যাতে অপেক্ষা করেন, ফেরত না যান সে জন্য কী ব্যবস্থা নেয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠপর্যায় মতামত চেয়েছি। এ ছাড়া টেকনিক্যাল কমিটির সঙ্গে এক সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবো। কিভাবে ইভিএমে ভোটগ্রহণের গতি বাড়ানো যায় তা নিয়ে বসব।



Most Read

2024-09-21 00:35:10