Breaking News >> News >> Daily Nayadiganta


শাহ্ সরফুদ্দিন (রহ:) দাখিল মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন


Link [2022-01-31 00:31:35]



বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, সারা বিশে^ নৈতিকতার অধপতন ঘটেছে। দেশ-বিদেশের সব পর্যায়ে নৈতিক অবক্ষয়ের ফলে পরিবেশে বিপর্যয় ঘটছে। তিনি বলেন, পাপাচার, অত্যাচার জুলুম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। গতকাল সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় শাহ্ সরফুদ্দিন (রা:) দাখিল মাদরাসার বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজীন মাওলানা মামুনুর রশীদ নূরী কথা বলেন।মাদরাসা মাঠ প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক মোহাম্মদ শাহ্জাহান সিরাজীর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার। প্রধান মেহমান ছিলেন, গারাংগিয়া দরবারের সাতবাড়িয়া পীর আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ আবদুল হালিম রশিদী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো: নাজিম উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মকসুদ আহমদ, মাওলানা আবু মোস্তফা, মাওলানা খায়ের আহমদ, মাওলানা মোরশেদুল আলম রাজবী, মাওলানা ইলিয়াছ আজাদ, হাফেজ আবদুল মান্নান, মাওলানা মোরশেদুল আলম রাজবী, মাওলানা জালাল উদ্দিন। মাহফিলে প্রধান ওয়ায়েজিন আরো বলেন, মানব সম্প্রদায়ের ওপর আল্লাহর নির্দেশ হচ্ছে মুসলিম হওয়ার আর বাবা-মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানদের মুসলিম বানানোর। এ জন্য প্রকৃত মুসলিম হতে হলে প্রয়োজন কুরআন হাদিসের জ্ঞান অর্জন। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-21 00:31:21