Breaking News >> News >> Daily Nayadiganta


দস্যুবৃত্তি ও দেশের সমুদ্রসীমা


Link [2022-01-30 18:31:58]



এবার মিডিয়ার অতীব গুরুত্বপূর্ণ খবর : ‘বাংলাদেশের সমুদ্রসীমায় ২০২১ সালে কোনো জলদস্যু ছিল না।’ এর প্রেক্ষাপটে চোখ বুলানো যায় একটি বহুল প্রচারিত ইংরেজি দৈনিকের পাতায় যার হেডিং ছিল Bangladeshsi Territorial waters saw no piracy in 2021 : reports. এর ওপরে কর্মব্যস্ত একটি বন্দরের বিরাট ছবি যার ক্যাপশন Businesses believe the latest developments will enhance the positive image off the chattogram port, the countries premier sea port, in the global maritime sector. (ব্যবসার অঙ্গনে এ বিশ্বাস জন্ম নিয়েছে যে, সর্বশেষ পরিবর্তনগুলো চট্টগ্রাম সমুদ্রবন্দরের- দেশের প্রধান সমুদ্রবন্দর- ইতিবাচক ইমেজ বাড়াবে বিশ্বে সমুদ্র পরিবহনের ক্ষেত্রে)দেশী বিদেশী কোনো জাহাজই গত বছর বাংলাদেশের সাগরে চুরি কিংবা দস্যুবৃত্তির শিকার হয়নি। এটা সম্প্রতি বলেছে সংশ্লিষ্ট তথ্যাদি প্রচারের দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক দুটি প্রতিষ্ঠান। এর প্রধান কারণ হচ্ছে, সমন্বিত নজরদারি ও পাহারা। বাংলাদেশ কর্তৃপক্ষ এ ক্ষেত্রে তাদের তৎপরতা বাড়িয়েছে। এসব কর্তৃপক্ষীয় সংস্থার মধ্যে আছে কোস্টগার্ড আর নৌবাহিনীর মতো প্রতিষ্ঠান। আলোচ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানদ্বয় হলো: দি রিজিওন্যাল কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইর‌্যাসি অ্যান্ড আর্মড রভারি অ্যাগেইনস্ট শিপস ইন এশিয়া (জঊঈঅঅচ) আর অপরটির নাম: আইসিসি ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি)। আসলে গোটা দুনিয়াতেই গত বছর জলদস্যুপনা কমে গেছে। এটা রিপোর্টদ্বয়ে জানানো হয়েছে। তবে বাংলাদেশে তা কমে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য বিরাট সুসংবাদ।



Most Read

2024-09-21 00:50:39