Breaking News >> News >> Daily Nayadiganta


সাবেক প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদের ১১১তম জন্মবার্ষিকী পালন


Link [2022-01-29 22:31:15]



বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, স্বীকৃতিস্বরূপ ‘বাসপ পুরস্কার’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৃদুল ইবনে হোসেন। মরহুম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ওপর স্মৃতিচারণ করেন তারই উত্তরসূরি সাবেক তথ্যসচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন নাট্যকার, নির্মাতা ও বাসপের চেয়ারম্যান কবি রানা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক আলহাজ কাজী শাহীন খান, মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা রুবিনা খান, মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুর রহমান, গীতিকবি শান্তনা মিঠু। স্বাগত বক্তব্য রাখেন বাসপের সাংগঠনিক সম্পাদক গাজী জাকির হোসেন। উপস্থাপনায় ছিলেন জাহারানা রেখা। যারা এ বছর ‘বাসপ পুরস্কার’-২০২২ পেলেন তারা হলেন : তাশিক আহমেদ (মিডিয়া ব্যক্তিত্ব), ডা: মো: সিরাজদৌলা (সমাজসেবা), শাহনাজ রহমান স্বীকৃতি (সঙ্গীতশিল্পী), অধ্যাপক আতাউর রহমান (সমাজসেবক), নাসরীন গীতি (সংস্কৃতিসেবী), হুমায়ুন কবির (সংস্কৃতিসেবক), শেখ মহিউদ্দিন (সংবাদ উপস্থাপক), আবির ইবনে করিম (বাঁশী বাদক), এ কে এম আব্দুল আউয়াল (অ্যাডভোকেট), অধ্যাপক ডা: মো: তৌফিকুর রহমান (হৃদরোগবিষয়ক লেখক), তারিক কাশেম খান মুকুল (সমাজসেবক), কারিম হোসেন (নাট্যকার), কাজল আরিফ (সঙ্গীতশিল্পী)। সাংস্কৃতিক পর্বে ছিল আবৃত্তি পরিবেশন করেন গাজী জাকির হোসেন ও সৈয়দ শামসুল আলম। কৌতুক অভিনয় পরিবেশন করেন জুনিয়র দিলদার ও নাসরিন। নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী হাসিন আইজাত আরিয়ান। বিজ্ঞপ্তি।



Most Read

2024-09-21 03:46:51