Breaking News >> News >> Daily Nayadiganta


কুষ্ঠ এখনো দুর্ভোগের কারণ


Link [2022-01-29 17:43:14]



প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবে পালন করা হয়। সে হিসাবে এই বছর ৩০ জানুয়ারি বাংলাদেশসহ অন্যান্য দেশে এ দিবসটি পালিত হবে। এই দিবস পালনের উদ্দেশ্য হলো কুষ্ঠ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এ রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা। জনবিচ্ছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনঃগ্রহণ, সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণ। এসব লক্ষ্য সামনে নিয়ে জনসাধারণ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য ও শিক্ষা প্রদান করাই হচ্ছে এ দিবসের লক্ষ্য।



Most Read

2024-09-21 03:42:31