Breaking News >> News >> Daily Nayadiganta


ডেসমন্ড টুটুর ইহুদি ভাবনা


Link [2022-01-27 18:07:22]



দক্ষিণ আফ্রিকা একটি সুন্দর দেশ। সেখানকার সম্পদ ও কৌশলগত সুবিধার জন্য সবাই আফ্রিকামুখী। অনেকের মতে, দেশটির মানুষগুলোও সুন্দর। ওখানেই ম্যান্ডেলা ও টুটুর মতো ব্যক্তিত্ব জন্ম। নানা কাহিনী ও ইতিহাস রয়েছে দক্ষিণ আফ্রিকার। রবেন দ্বীপে নেলসন ম্যান্ডেলা দীর্ঘ কারাবাসের অসহায়ত্বের সময় অতিবাহিত করেছেন। বিখ্যাত সোয়েটো অরল্যান্ডো ওয়েস্ট স্ট্রিটে নোবেল বিজয়ী ম্যান্ডেলা এবং টুটু থাকতেন ও দু’জন ঘুরে বেড়াতেন; চিরন্তন হাস্যোজ্জ্বল মুখ ডেসমন্ড টুটুর; সেই সাথে আকর্ষণীয় সংক্রমক হাসি।



Most Read

2024-09-21 03:28:59