Breaking News >> News >> Daily Nayadiganta


আগামী ৩০ জুনের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করতে হবে : ডিএনসিসি


Link [2022-01-26 00:32:58]



ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যেই নগরীর ঝুলন্ত তার অপসারণ করতে হবে, অন্যথায় ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে আয়োজিত ওভারহেড ক্যাবল স্থানান্তর এবং বিভিন্ন সংস্থার খননকৃত রাস্তা মেরামত সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ কথা বলেন। তিনি বলেন, রাস্তা খননকারী প্রতিষ্ঠানগুলো কমপ্লায়েন্স না মানায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না। ওভারহেড ক্যাবলগুলো পরিকল্পিতভাবে মাটির নিচে স্থানান্তর করতে হবে এবং রাস্তা খননের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে অবশ্যই সমন্বয় জোরদার করতে হবে।ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: মফিজুর রহমান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Most Read

2024-09-21 06:01:18