Breaking News >> News >> Daily Nayadiganta


সর্বোচ্চ রানে গতকাল দ্বিতীয় জয় চট্টগ্রামের


Link [2022-01-24 22:32:05]



বিপিএল উদ্বোধনী দিনে মিনিস্টার ঢাকার বিপক্ষে ১৮৩ রানের বড় সংগ্রহ তাড়া করে জিতেছিল খুলনা টাইগার্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আরো বড় চ্যালেঞ্জের সামনে মুশফিকুর রহিমের দল। তাদের বিপক্ষে ৭ উইকেটে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এটিই এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ রান। এত বড় চ্যালেঞ্জ নিতে পারেনি খুলনা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬৫ রানে গুটিয়ে গেলে ২৫ রানে হার মানতে হয়েছে টাইগার্সদের।শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে চলতি আসরে টানা ষষ্ঠবারের মতো আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টস জেতা অধিনায়করা। চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে বড় ইনিংস খেলেননি কেউই। তবে কেনার লুইস (২৫), মেহেদি মিরাজ (৩০), সাব্বির রহমান (৩২), বেনি হাওয়েলদেও (৩৪*) সম্মিলিত অবদানে মিলেছে বড় সংগ্রহ। ৩.৩ ওভারেই চট্টগ্রামের দলীয় পঞ্চাশ। পরের বলেই রাব্বির দ্বিতীয় শিকার ১৪ বলে ২৫ রান করা কেনার। দলীয় শতরান ১২.৩ ওভারে। ১৬ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান। সেখান থেকে শেষ ৪ ওভারে ৫৭ রান করেন বনি হাওয়েল ও নাইম ইসলাম। ফলে দলের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৯০। দলের তিনজন হন রানআউট। খুলনার পক্ষে রাব্বি ২, নবীন ও ফরহাদ একটি করে উইকেট নেন। বিশাল লক্ষ্যে খেলতে নেমে খুলনা টাইগার্সদের ওপেনার ও টেলঅ্যান্ডাদের ব্যর্থতা প্রবলভাবে ধরা পড়ে। যা রান হয়েছে তা মিডল অর্ডারের কল্যাণে। তানজিদ ৯, ফ্লেচার রিটায়ার্ড হাট (১৬), রনি ৭, অধিনায়ক মুশফিক ১১ রানে সাজঘরে ফিরেন। লড়াই চালিয়ে যান মেহেদী হাসান (৩০), ইয়াসির আলি (৪০), সিকান্দার রাজা (২২)। শেষদিকে রাব্বির ১৪ রান হলেও পরের ৫ ব্যাটসম্যান ছয়ের ঘর টপকাতে পারেননি। ফলে ৯ উইকেটে ১৬৫ রানে গুটিয়ে যায় খুলনা। শরিফুল, মিরাজ, রেজাউর দু’টি করে, নাসুম ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।আজ মোকাবেলা করবে ঢাকা-সিলেট ও কুমিল্লা-বরিশাল।



Most Read

2024-09-21 05:53:35