Breaking News >> News >> Daily Nayadiganta


ভারত থেকে পণ্য পরিবহনে ৬ মাসে বেনাপোল রেলস্টেশনের আয় ১২ কোটি টাকা


Link [2022-01-24 22:32:05]



ভারত থেকে রেলে আসা পণ্য পরিবহনে ছয় মাসে বেনাপোল রেলস্টেশনের আয় হয়েছে ১২ কোটি টাকা। এ সময় পণ্য পরিবহন হয়েছে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন। পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, গম, চিনি, পিক-আপ ভ্যান ও কনটেইনারসহ বিভিন্ন পণ্যসামগ্রী। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছয় মাসে ভারত থেকে রেলে আসা বিভিন্ন পণ্য পরিবহন করে বেনাপোল রেলস্টেশনের আয় হয়েছে ১২ কোটি টাকা। পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, গম, চিনি, পিক-আপ ভ্যান ও কনটিনারসহ বিভিন্ন পণ্যসামগ্রী। পণ্য আমদানি হয়েছে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন। উভয় দেশের বন্দর ও কাস্টমস হাউজের চাঁদাবাজি ও যানজটের জন্য বিশেষ সুবিধা পাওয়ায় দুই দেশের রেলে পণ্য আনানেয়া বেড়েছে।



Most Read

2024-09-21 05:38:11