Breaking News >> News >> Daily Nayadiganta


বিচারকের বিচারে আইনের ছাত্ররা হতভম্ব


Link [2022-01-24 18:58:24]



আমাদের দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) কোর্স চালু করা হয়। পরে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় এলএলবি (অনার্স) কোর্স। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এলএলবি (অনার্স) ও এলএলএম কোর্স চালু আছে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম কোর্স চালুর ফলে আইন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে গুণগত পরিবর্তন এসেছে। বর্তমানে একজন ছাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরাসরি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) কোর্সে অধ্যয়নের সুযোগ পাওয়ায় ২২-২৩ বছর বয়সে শিক্ষানবিস আইনজীবী হিসেবে সিনিয়রের চেম্বারে যাওয়া-আসা শুরু করে। কিছু কিছু ছাত্রের ক্ষেত্রে দেখা যায় এলএলবি (অনার্স) কোর্স অধ্যয়নকালীন সিনিয়রের চেম্বারে রাতে দু-এক ঘণ্টা অনুশীলন গ্রহণ করে। বর্তমানে এলএলবি (অনার্স) কোর্সসমূহ চার বছর মেয়াদের এবং এলএলবি (অনার্স) কোর্স সমাপ্ত হওয়ার পর কোনো ছাত্র এলএলএম পড়তে চাইলে তার অতিরিক্ত এক বছর সময় ব্যয় হয়। অধিকাংশ ছাত্রের ক্ষেত্রে দেখা যায় আইনজীবী হিসেবে পেশা গ্রহণ করলে ছাত্রজীবনের ইতি টানার আগেই সিনিয়রের চেম্বার ও সিনিয়রের সাথে বিভিন্ন আদালতে মামলা পরিচালনায় সহযোগিতা করে নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে।



Most Read

2024-09-21 05:47:01