Breaking News >> News >> Daily Inqilab


ভারতের কাছে আরও রেলইঞ্জিন চায় বাংলাদেশ


Link [2022-04-07 11:43:37]



ভারতের রেল পরিষেবা ডিজেল থেকে দ্রুত ইলেকট্রিক ট্রেনে রূপান্তরিত হচ্ছে। তখন ডিজেল ইঞ্জিনগুলো অতিরিক্ত হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের রেল পরিষেবা এখনও ডিজেল নির্ভর, তাই ভারতের কাছে কিছু ইঞ্জিন (লোকোমোটিভ) চায় বাংলাদেশ।রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের এমন প্রস্তাবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবিষয়ে সম্মতি জানান।এর আগে, রেলভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠককালে রেলপথ মন্ত্রী ইঞ্জিনের বিষয়ে কথা বলেছিলেন।২০২০ সালে ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন উপহার দেয় ভারত। মন্ত্রী বলেন, বাংলাদেশকে এর আগে দশটি ইঞ্জিন উপহার দিয়েছিল ভারত। এবারে আরও ইঞ্জিন বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য...



Most Read

2024-09-18 23:32:35