বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের হাওরাঞ্চল উজানের পানিতে তলিয়ে যাচ্ছে এবং ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্ন। তিনি বলেন, উজানের ঢলে দেশের সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার একটি বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে চলে যাচ্ছে। এই অসময়ে পানির ঢলে বোরো ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা গণমাধ্যমে নানাভাবে জেনেছি যে, ওই অঞ্চলে বাঁধ নির্মাণের...