Breaking News >> News >> Daily Inqilab


মাথাপিছু আয় ও জিডিপি নির্ণয়ের পদ্ধতি সঠিক নয়


Link [2022-03-30 22:07:38]



মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাপ এবং মাথাপিছু আয় বের করার বর্তমান পদ্ধতি শতভাগ সঠিক নয়। ভিত্তিবছরের কারণে একই ডাটা ভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। এ কারণে দুটি দেশের মধ্যে মাথাপিছু আয়ের তুলনার ক্ষেত্রে আন্তর্জাতিক অবস্থান বিপরীতমুখী হয়ে যেতে পারে। সঠিক এবং প্রকৃতচিত্র পেতে জিডিপি পরিমাপের প্রক্রিয়া পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। গতকাল এক সেমিনারে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন কানাডার মনট্রিলের কনকোডিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর সৈয়দ এম আহসান। এ সেমিনারে শিক্ষাবিদ, গবেষক ও উন্নয়ন বিশ্লেষকরা অংশ নেন। জিডিপি নির্ণয়ের পদ্ধতিগত দৃষ্টিকোণ বিষয়ক এ সেমিনারের আয়োজন...



Most Read

2024-09-19 20:07:48