Breaking News >> News >> Daily Inqilab


২০২১ সালে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়েছে : অ্যামনেস্টি


Link [2022-03-30 13:43:53]



২০২১ সালে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি তাদের দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস শিরোনামের বার্ষিক এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করে অ্যামনেস্টি। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়ে উল্লেখ করে কর্তৃপক্ষের বিরুদ্ধে গুম, বেআইনিভাবে আটক, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি অ্যামনেস্টির। কখনও কখনও এসব ক্ষেত্রে অতিরিক্ত শক্তিপ্রয়োগও করা হয়েছে। কোভিড ১৯ মহামারির সময়ে নারীর প্রতি...



Most Read

2024-09-19 20:05:56