Breaking News >> News >> Daily Inqilab


বছরে ৪ হাজার কর্মী নেবে গ্রিস


Link [2022-02-09 22:31:33]



ইউরোপের গ্রীসে জনশক্তি রফতানির দ্বার উন্মুক্ত হলো। ঢাকায় গতকাল বুধবার উভয় দেশের মধ্যে জনশক্তি রফতানি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় এ সুযোগ সৃষ্টি হলো। এ চুক্তির সম্পাদনের মাধ্যমে প্রতিবছর দেশটিতে ৪ হাজার নতুন বাংলাদেশি কর্মী চাকরি লাভের সুযোগ পাবে। ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রীসের মধ্যে জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং গ্রীসের পক্ষে গ্রীসের মিনিস্টার অফ মাইগ্রেশন এণ্ড এ্যাসাইলাম মি. প্যানাইয়োটিস...



Most Read

2024-09-20 10:42:31