Breaking News >> News >> Daily Inqilab


বাংলাদেশে সহায়তার জন্য ৯০ লাখ ডলার দিচ্ছে জাপান


Link [2022-02-08 16:07:14]



জাপান সরকার জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনকে (আইওএম) বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য মোট ৯০ লাখ মার্কিন ডলার সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। এই সহায়তা কৃষি অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ কৃষকদের সাথে বাজারের যোগসূত্র জোরদার করতে এবং কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালী জেলায় খাদ্য মূল্য শৃঙ্খল উন্নত করতে ডব্লিউএফপি-তে প্রায় ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রদান করবে। পাশাপাশি তারা আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা ও ল্যাট্রিনগুলোর রক্ষণাবেক্ষণ এবং কক্সবাজার জেলার ‘রোহিঙ্গা’ শরণার্থী শিবিরে গভীর নলকূপ...



Most Read

2024-09-20 10:35:55