Breaking News >> News >> Daily Inqilab


পরামর্শকের পেটে প্রকল্পের টাকা


Link [2022-01-25 23:20:12]



দেশে গত কয়েক বছরে অনেকগুলো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের কোনোটির কাজ শেষ পর্যায়ে, কোনোটির কাজ এগিয়ে চলছে। আবার কোনোটির কাজ এখনো শুরু হয়নি। তবে অধিকাংশ প্রকল্পে ‘খাজনার চেয়ে বাজনা বেশি’ প্রবাদের মতোই প্রকল্প বাস্তবায়নের চেয়ে পরামর্শকদের দিতে হচ্ছে প্রচুর টাকা। দেশি-বিদেশী অর্থায়নে এসব প্রকল্পে বিপুল পরিমাণ টাকা বিদেশী পরামর্শকদের পকেটে চলে যাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ৩৪ কোটি টাকা ব্যয়ের ট্রান্সপোর্ট প্রকল্পে পরামর্শক খাতে ব্যয়ের ২৫ কোটি টাকা প্রস্তাব করেছে। অসংখ্য...



Most Read

2024-09-20 12:58:33